বাংলাদেশে জন্ম না হয়ে অন্য কোনো দেশের হলে মুস্তাফিজ হতো বিশ্বসেরা বোলার, ম্যাচ শেষে ডু প্লেসিস
মুস্তাফিজুর রহমানের কাছ থেকে কিভাবে ভালো ফলাফল পাওয়া যায় সেটা প্রমাণ করে দিলেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
প্রথম ম্যাচে আক্সের পেটেলের নেতৃত্বে খেলতে নেমে বল হাতে উইকেট শূন্য থাকলেও দলের অন্য বোলারদের চেয়ে কম ইকোনমিরেটে বোলিং করেছে মুস্তাফিজুর রহমান।
কিন্তু ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে মুস্তাফিজকে ভিন্ন রূপে দেখা গেলো।দ্বিতীয় ম্যাচে ১ উইকেট ও তৃতীয় ম্যাচ খেলতে নেমে ৩৩ রানে ৩ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান।তাও আবার দিল্লির হয়ে সেরা বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান।
গত আসরেও এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই কিংসের হয়ে ১৪ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।একজন বোলারের কাছে থেকে কিভাবে ভালো ফল পাওয়া যাবে সেটা অভিজ্ঞ খেলোয়াড়রাই ভালো জানে।বাংলাদেশে জন্ম না হয়ে অন্য কোনো দেশে হলে মুস্তাফিজ হতো বিশ্ব সেরা বোলার।সঠিক গাইডলাইনের অভাবেই মূলত হারিয়ে যাচ্ছে মুয়াতাফিজরা।
No comments