আইপিএলে সাকিবকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান



আইপিএলে সাকিব আল হাসানের উইকেট আছে ৬৩টি। এবার তাকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরে নিজের শেষ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এতে তার উইকেট এখন ৬৫টি। স্পর্শ করেছেন অস্ট্রেলীয় তারকা মিচেল স্টার্ককে। স্টার্কের উইকেটও ৬৫টি।


আইপিএলের প্লে-অফে যাওয়ার সুযোগ আর নেই দিল্লী ক্যাপিটালসের। তবে মুস্তাফিজ এক বিন্দু ছাড় দেননি পাঞ্জাব কিংসকে। যদিও প্রীতির পাঞ্জাব ২০৬ বড় পুঁজিই জড়ো করেছে। তবে ৮.২৫ ইকোনোমি রেটে মুস্তাফিজ দিল্লীর সেরা বোলার।


জয়পুরে দিল্লীর অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ওভারেই ডু প্লেসি আক্রমণে আনেন মুস্তাফিজকে। নিজের প্রথম ওভারেই বাংলাদেশি বোলার করেন বাজিমাত। মাত্র ৫ রান খরচ করার বিনইময়ে সাজঘরে ফেরান প্রিয়াশ আরিয়াকে। যদিও পরের ওভারটা ততটা ভালো যায়নি। চতুর্থ ওভারে একটি করে চার-ছক্কা হজমসহ খরচ করেন ১৪ রান। এরপর ফিজকে স্লগ ওভারের জন্য রেখে দেন ডু প্লেসি।


১৬তম ওভারে বোলিংয়ে এসে আবারো উইকেটের দেখা পান ফিজ। তার আগে দিল্লী হারায় মোট ৪ উইকেট। এবার ফিজের শিকার হন শশাঙ্ক সিং। মারকুটে ব্যাটিংয়ে অভ্যস্ত শশাঙ্ককে ১১ রানে ফেরান সাজঘরে। আবারো দারুণ ওভার উপহার দেন, খরচ করেন মাত্র ৪ রান।


দিল্লীর হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শ্রেয়াস আইয়ার। গত আসরে কেকেআরকে শিরোপা জেতানো আইয়ার অর্ধশতক হাঁকিয়ে দলকে গড়ে দেন বড় পুঁজির ভিত।


বরাবরের মতো মুস্তাফিজকে সামলাতে হয় গুরুত্বপূর্ণ শেষ ওভার। কুড়িতম ওভারেও শিকার করেন উইকেট। সব মিলে ম্যাচে ৩ উইকেট পান কাটার মাস্টার।


No comments

Powered by Blogger.