ক্রিকেটের ইতিহাসের সেরা ক্যাচ ধরে তুমুল হৈ-চৈ ফেলে দিলেন হ্যারি ব্রুক (ভিডিওসহ)



গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে গালি পয়েন্টে ঝাপিয়ে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন নিউজিল্যান্ড তারকা গ্লেন ফিলিপস। ওই সময় তার ক্যাচটি তুমুল হৈ-চৈ ফেলে দিয়েছিল। ফিলিপসকে ‘সুপারম্যান’ আখ্যা দিয়ে ইতিহাসের সেরা ক্যাচ ধরলেন কি না সেই আলোচনাও শুরু হয়। এবার ইংলিশ তারকা হ্যারি ব্রুক স্লিপে ধরলেন তেমনই একটি অ্যাক্রোবেটিক ক্যাচ। যা জিম্বাবুয়ের বিপক্ষে তাদের বড় জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্র দখল করেছে।



জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৪৮তম ওভারে দেখা মেলে অবিশ্বাস্য সেই দৃশ্যের। বেন স্টোকসের চতুর্থ ডেলিভারিটি ছিল শর্ট পিচে। সেখান থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে নিয়ে ওয়েসলি মাধভেয়ারকে তিনি স্লিপে ক্যাচে পরিণত করেন। বেশ ওপরেই ছিল বলটি, যা লাফিয়ে ডান হাত দিয়ে ছোঁ মেরে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে তালুবন্দী করেন ব্রুক। যা বিশ্বাসই করতে পারছিলেন না ইংল্যান্ড অধিনায়ক। স্টোকসের চোখেমুখে ছিল রীতিমতো বিস্ময়।


 

ক্যাচটি টেস্ট ইতিহাসের সেরা ক্যাচ কি না সেই আলোচনাও উঠেছে। তবে সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা ক্যাচটি ধরেছেন ব্রুক। সেই উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপও ধসে পড়ে। ২০৭ রানে পঞ্চম উইকেট হারানো দলটি পরের ৫ উইকেট হারায় ৪৮ রানে। ২৫৫ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ে ২২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হেরেছে।


ব্রুকের অবিশ্বাস্য সেই ক্যাচের আগে রোডেশিয়ানদের ইনিংস মেরামত করছিলেন মাধভেয়ার ও সিকান্দার রাজা। দুজন মিলে গড়েন ৬৫ রানের জুটি। কিন্তু জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। এর আগে নটিংহ্যামে সিরিজের একমাত্র টেস্টে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়ে। তিন সেঞ্চুরিতে ইনিংস ঘোষণার আগে তুলেছিল ৬ উইকেটে ৫৬৫ রান। স্বাগতিকদের পক্ষে ওলি পোপ সর্বোচ্চ ১৭১, বেন ডাকেট ১৪০, জ্যাক ক্রাউলি ১২৪ ও হ্যারি ব্রুক ৫৮ রান করেন। ব্লেসিং মুজারাবানি নেন ৩ উইকেট।


No comments

Powered by Blogger.