ভারতের বুক কাঁপুনি ধরিয়ে আইপিএলের টিকিট কেটে ফেললেন সাইফ! অবাক সবাই
এশিয়া কাপ মানেই বাংলাদেশ দলকে ঘিরে বাড়তি উত্তেজনা। তবে এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক নতুন মুখ—সাইফ হাসান। তার ব্যাটিং দেখে অনেকেই বলছেন, “এই ছেলেটা কে?” ভারতীয় মিডিয়া পর্যন্ত অবাক হয়ে গেছে তার ধারাবাহিক পারফরম্যান্সে।
সাইফ হাসান দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছিলেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এবার যেন পুরোপুরি অন্যরকম এক সাইফকে দেখা যাচ্ছে। আক্রমণাত্মক ব্যাটিং, সাহসী শট খেলার মানসিকতা এবং দলের বিপদে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো—সব মিলিয়ে তিনি হয়ে উঠছেন দলের আস্থার প্রতীক।
👉 ভারতের বিপক্ষে তার ইনিংস দেখার পর ক্রিকেটবোদ্ধারা বলছেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চয়ই এখনই তাকে নজরে রাখছে। কারণ আইপিএলের মতো আসরে যারা ঝড় তুলতে পারে, তাদের জন্য সাইফ হাসান একেবারেই উপযুক্ত নাম।
বাংলাদেশ দল বরাবরই পাওয়ার হিটার কিংবা আক্রমণাত্মক ওপেনারের অভাবে ভুগেছে। কিন্তু সাইফ সেই ঘাটতি পূরণ করার মতো খেলোয়াড় হয়ে উঠছেন। আর তাই ভক্তরা তাকে নিয়ে রীতিমতো স্বপ্ন দেখতে শুরু করেছে—“বাংলাদেশ কি নতুন তারকা পেয়ে গেল?”
🇧🇩 সাইফের এই অসাধারণ উত্থান শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতীয় উপমহাদেশের ক্রিকেট সমর্থকদের নজর কাড়ছে। সামনের দিনগুলোতে তিনি আইপিএলের টিকিট কেটে ফেলবেন—এমনটাই বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা।
No comments