ছোট সা'পে'র বড় বি'ষ! অশ্বিনের অ'প'মানের পাল্টা জবাব দিয়ে মুখ বন্ধ করলেন তানজিম সাকিব
"ওনার মুখ আছে ! তাই যা ইচ্ছা উনি তা বলতে পারে" — 🗣️ রবিচন্দ্রন অশ্বিনের অ'প'মানের জবাবে তানজিম সাকিব ✨🥰
তানজিম হাসান সাকিব 🔥 পোলা তো নয় যেন আ'গুনের গোলা 🔥💥
কিছুদিন আগে এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে নিয়ে বলার মত কিছু খুঁজে পাচ্ছিলেন না ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, এশিয়া কাপে ভারত বাদে বাকি দলগুলো এতই দুর্বল যে তারা ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে পারবে না। বাংলাদেশকে নিয়ে কিছু বলার নেই বলেও মন্তব্য করেন অশ্বিন।
এছাড়া টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আফ্রো এশিয়া কাপ এবং ভারত ‘এ’ দলকেও খেলানোর পরামর্শ দেন অশ্বিন। ভারত বাদে বাকি দলগুলোকে অশ্বিনের এমন কটাক্ষের ফলে সমর্থকরা রাগে ক্ষোভে ফুঁসেছেন। এবার অশ্বিনের কথার জবাব দিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তানজিম সাকিব। অশ্বিনের কথার সূত্র টেনে তাকে প্রশ্ন করা হয় কারও ছোট করে দেখা নিয়ে তার প্রতিক্রিয়া কী? জবাবে তানজিম বলেছেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে–যায় না। ’এগুলা আসলে ডাজেন্ট ম্যাটার। কে কী বললো না বললো। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, একটা লক্ষ্য নিয়ে আসছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের কে বড় দল বললো ছোট দল বললো এসব কিছু না।’
এছাড়া আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে এমন প্রসঙ্গে তানজিম জানান, ‘এটা তারা বলতে পারে। তবে আমাদের বিপক্ষে খেলাটা সহজ হবে না তাদের জন্য।’
১৩ সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
No comments