২০১৮ সালের মত চু’রি করবেন না—এশিয়া কাপে ভারত ম্যাচের আগে হুংকার দিলেন সাকিব



এশিয়া কাপের মঞ্চে আবারও ভারত-বাংলাদেশ লড়াই। দুই দলের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আলোচনার খোরাক। এরই মধ্যে স্মৃতি ফিরে এসেছে ২০১৮ সালের ফাইনালের, যেখানে শেষ বলের নাটকীয়তায় ভারত ম্যাচ জিতেছিল। সেই ম্যাচকে ঘিরে এখনো বাংলাদেশ সমর্থকদের মনে আক্ষেপ রয়ে গেছে।


👀 ম্যাচের আগের দিনই আলোচনায় চলে আসেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার  জানালেন—“২০১৮ সালের মত আজ যেন আর চুরি না হয়।” তার এই হুংকার যেন বাংলাদেশি সমর্থকদের কণ্ঠস্বরই প্রতিফলিত করছে।


২০১৮ সালের ফাইনালে মাহমুদউল্লাহ রিয়াদ আর লিটন দাসের ব্যাটে ম্যাচের ভাগ্য ঘুরে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এরপর থেকেই ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই রোমাঞ্চের সাথে বাড়তি তিক্ততা।


👉 এবারের এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে দুর্দান্ত লড়াই করে। আর ভারতের বিপক্ষে জয় পেলে শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। তাই সাকিবের এই বার্তা শুধু প্রতিপক্ষকে নয়, বরং পুরো দলের জন্যও বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে।


🇧🇩 ভক্তরা এখন তাকিয়ে আছে মাঠের লড়াইয়ের দিকে—বাংলাদেশ কি পারবে ২০১৮ সালের আক্ষেপ মুছে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিতে?

No comments

Powered by Blogger.