পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট ভারতের! ফাইনাল খেলবে বাংলাদেশ



ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এশিয়া কাপের ফাইনাল ঘিরে নাটকীয় পরিস্থিতি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কথিত অসন্তোষ ও সিদ্ধান্তহীনতা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়। এ নিয়ে মুখ খুললেন অভিনেতা শামীম হাসান (মনা)।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন—

👉 “পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ বয়কট করেছে। তাই আইসিসির একমাত্র সমাধান এখন বাংলাদেশকে ডাকতে হবে ফাইনালের জন্য। এটিই একমাত্র সঠিক সমীকরণ। ভারতের মতো শক্তিশালী বোর্ডের এমন আচরণ আন্তর্জাতিক ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে।”


মনার মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অযথা রাজনীতি ও পক্ষপাতিত্বের কারণে এশিয়া কাপে প্রতিযোগিতার স্বচ্ছতা নষ্ট হচ্ছে। তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ সবসময় লড়াই করে মাঠে প্রমাণ দিয়েছে। তাই সুযোগ এলে বাংলাদেশকেই ফাইনালে জায়গা দেওয়া উচিত।”


🔎 বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, বাস্তবে ভারত কোনো আনুষ্ঠানিক বয়কট ঘোষণা করেনি। তবে মনার মতো অনেকেই ক্ষোভ থেকে এ ধরনের দাবি তুলছেন। এতে পরিষ্কার, ক্রিকেট শুধু খেলা নয়, এটি আবেগ, সম্মান ও জাতীয় মর্যাদার সঙ্গে জড়িয়ে আছে।

No comments

Powered by Blogger.