আচমকাই বিসিবির নির্বাচনে সাকিবের আগমন, এক চালেই উল্টে যাচ্ছে তামিমের পাশার দান
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় শুধু মাঠেই নয়, এবার রাজনীতির ময়দানেও নতুন এক খেলায় নামছেন। অনেকেই ভেবেছিলেন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী থাকবেন তামিম ইকবাল। কিন্তু সাকিবের হঠাৎ এন্ট্রিতে পাল্টে গেছে পুরো পরিস্থিতি। তবে সরাসরি তিনি নির্বাচনে অংশ না নিলেও বন্ধু তামিমকেই সাপোর্ট করছেন।
বিসিবি নির্বাচন নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছে নাকি এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানিয়েছেন ⤵️
"না, নির্বাচনের ব্যাপারে সাকিবের সাথে কথা হয়নি। তবে আমি নিশ্চিত, সে (সাকিব) আমার ভালই (বিসিবি নির্বাচনে) চাইবে"
বন্ধু কখনো বন্ধুর খারাপ চাইতে পারে?? সাকিব - তামিম।
No comments