আউট হয়েও যে কারণে আউট হলেন না দাসুন শানাকা! বাংলাদেশী আম্পায়ারের সঙ্গে ভারতীয়দের তর্ক!




শানাকার রিভিউটা আমার কাছে ১৫০+ আইকিউর মতো মনে হয়েছে। বল মিস করার পরপরই কিপার বলটি নিয়ে সঙ্গে সঙ্গে থ্রো করে স্টাম্প ভাঙেন এবং রান আউটের আবেদন করেন। কিন্তু বলার একই সঙ্গে কট বিহাইন্ডেরও আবেদন করেন, আর আম্পায়ার কট বিহাইন্ড আউট দেন। শানাকা যখন পিচ ছেড়ে যাচ্ছিলেন, তখনই জানতে পারেন তিনি কট-বিহাইন্ড আউট হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি রিভিউ নেন, কারণ তিনি জানতেন যে যদি কট বিহাইন্ড বাতিল হয় তবে সেটা ডেড বল হিসেবে গণ্য হবে এবং রান আউটও কার্যকর হবে না।


মজার ব্যাপার হলো, হুবহু একই ঘটনা বাংলাদেশ দলের গত বিশ্বকাপ ম্যাচেও ঘটেছিল। তখন ব্যাটসম্যানের প্যাডে লেগে বল চার হয়ে গিয়েছিল, কিন্তু আম্পায়ার আউট দেন। রিভিউতে নট আউট হলেও সেটিকে ডেড বল ধরা হয় এবং চার রান ক্যানসেল হয়ে যায়।


শানাকার এমন বুদ্ধিদীপ্ত রিভিউ হয়তো ম্যাচ জেতাতে পারেনি, তবে এটা প্রমাণ করে একজন খেলোয়াড়ের জন্য ইন-গেম সেন্সের পাশাপাশি ক্রিকেটের নিয়ম-কানুন ভালোভাবে জানা কতটা গুরুত্বপূর্ণ।

No comments

Powered by Blogger.