সুপার ফোরের আশা এখনও টিকে আছে বাংলাদেশের, মেলাতে হবে মাত্র একটি সমীকরণ

  


হংকংকে ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরু পেলেও এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাজেভাবে হারের ফলে সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। আফগানদের বিপক্ষে এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।  



ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তোলে টাইগাররা। পরে অনেক লড়াই শেষে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। তবে তাতে তেমন একটা লাভ হয়নি। ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে লঙ্কানরা।  


বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ। টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২ তবে নেট রান রেটে তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।  


সুপার ফোরে যেতে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সাথে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।  



আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষই বলা চলে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।  


তবে নেট রান রেটে লঙ্কানদের পেছনে ফেলা অনেক কঠিন বাংলাদেশের জন্য। বাংলাদেশকে যেমন অনেক কম ব্যবধানে হারতে হবে সাথে নিশ্চিত করতে হবে লঙ্কানরাও যেন অনেক বিশাল ব্যবধানে শেষ দুই ম্যাচে হারে, যা প্রায় অসম্ভবই বলা চলে।     বর্তমানে ধনাত্মক ২.৫৯৫ নেট রান রেট আছে শ্রীলঙ্কার। বাংলাদেশের নেট রান রেট ঋণাত্মক ০.৬৫০। অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা আফগানিস্তানের নেট রান রেট ধনাত্মক ৪.৭০০।    


বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে

 খেলবে শ্রীলঙ্কা।

No comments

Powered by Blogger.