স্টাম্প থেকে ২ হাত দূর দিয়ে বল গেলেও ভারতের পক্ষে আউট দিয়ে কঠিন শাস্তির মুখে লংকান আম্পায়ার



পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচে এমন এক সিদ্ধান্ত দিলেন লঙ্কান আম্পায়ার, যা দেখে হতবাক ক্রিকেটবিশ্ব! স্টাম্প থেকে প্রায় ২ হাত দূর দিয়ে বল বেরিয়ে গেলেও ব্যাটারকে আউট ঘোষণা করলেন তিনি। 🤯


বল আসলে স্টাম্পে লাগতোই না, এমনকি টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল উইকেটের বাইরে দিয়ে যাচ্ছে। অথচ কোনো দ্বিধা ছাড়াই দিলেন আউটের সিগন্যাল! 😡


ফ্যানদের অভিযোগ, তিনি ভারতের পক্ষেই দাঁড়াচ্ছেন এবং নিরপেক্ষতার জায়গাটা একেবারেই হারিয়ে ফেলেছেন। ক্রিকেট ভক্তরা বলছেন, “এমন ভুয়া আম্পায়ারিং চলতে থাকলে খেলাধুলার মান কোথায় গিয়ে দাঁড়াবে?”


🔴 বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই চাইছেন, আইসিসি যেন জরুরি ভিত্তিতে এই লঙ্কান আম্পায়ারকে শাস্তির আওতায় আনে।


👉 আপনার কি মনে হয়, এমন বিতর্কিত সিদ্ধান্তের জন্য সরাসরি আম্পায়ারকে সাসপেন্ড করা উচিত?

No comments

Powered by Blogger.