বাসে হকারদের মত মলম বিক্রির যোগ্যতা ও নেই, চরমের থেকেও চরম আ’প’মা’ন বাংলাদেশি ক্রিকেটারদের



এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাজে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। এর মাঝেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে চরম মন্তব্য করলেন অভিনেতা শামীম হাসান (মনা)।


তিনি ফেসবুক লাইভে এসে বলেন—

👉 “এই খেলোয়াড়দের দিয়ে দেশের নাম উজ্জ্বল তো দূরের কথা, এরা তো বাসে হকারদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ বিক্রিও করতে পারবে না! মাঠে নামলে শুধু লজ্জা আর অপমান।”


এমন মন্তব্যের পরপরই নেটিজেনদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। কেউ কেউ মনাকে সমর্থন দিয়ে বলছেন, জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আবার অনেকে মনে করছেন, এমন তীব্র সমালোচনা চলছে পুরো দেশ জুড়ে।



No comments

Powered by Blogger.