NCL-এ সাব্বির রহমানের ছক্কার বৃষ্টি, এশিয়া কাপের দলে না রাখার মাশুল দিচ্ছে বিসিবি
বৃষ্টির কারণে রাজশাহী ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচে মাত্র পাঁচ ওভার করে ব্যাটিং করার সুযোগ পেয়েছে দুই দল। রাজশাহীর ৬০ রানের জবাবে তিন বল হাতে রেখে ম্যাচ জিতেছে ঢাকা মেট্রো। ঝড়ো ইনিংস খেলেছেন রাজশাহীর সাব্বির ও ঢাকা মেট্রোর রবিন। ব্যর্থ হয়েছেন শান্ত, নাইম শেখ ও রিয়াদ।
সাব্বির করেন ১৫ বলে ৩৩* রান
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। দারুণ সূচনাও করেন তারা। প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্তকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ দেন আবু হায়দার রনি। রাজশাহীর অধিনায়ক ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। পরের ওভারেই আউট হন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান। ৩ বলে ২ রান করে আরিফ আহমেদের বলে আউট হন তিনি।
সাব্বির হোসেনকেও একই ওভারে শিকার করেন আরিফ। সাব্বির হোসেন করেন ৩ বলে ৪ রান। তবে ঝড় তোলেন আরেক সাব্বির। সাব্বির রহমান রোমান, জাতীয় দলের একসময়ের এই তারকা হাঁকান তিনটি ছক্কা ও একটি ছক্কা। তাকে সঙ্গ দেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক এসএম মেহেরব হাসান।
১৯ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাব্বির ও মেহেরব। তাদের জুটিতে পাঁচ ওভারে ৬০ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী।
সাব্বির করেন ১৫ বলে ৩৩ রান। হার না মানা ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ২২০। একটি চারের পাশাপাশি হাঁকান তিনটি ছক্কা।
রবিন করেন ১২ বলে ৩০* রান
ঢাকা মেট্রোর পক্ষে আবু হায়দার রনি ২ ওভারে ২২ রান খরচায় নেন একটি উইকেট। আরিফ আহমেদ এক ওভারে ৬ রান দিয়ে নেন দুইটি উইকেট। শহিদুল ইসলাম দুই ওভারে দেন ৩১ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম শেখ ৮ বলে ৭ রান করে আউট হন। তার এই ধীর ইনিংসে ম্যাচ কঠিন হয়ে যায় ঢাকা মেট্রোর জন্য। তবে আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ঢাকাকে জয়ের পথে রাখেন। মাহমুদউল্লাহ রিয়াদ একটি চার হাঁকিয়ে ৪ বলে ৬ রান করে আউট হন।
চারে ব্যাট করতে নেমে চমক দেন আবু হায়দার। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান তিনি। শফিকুল ইসলামের ঘটনাবহুল চতুর্থ ওভারে ১৬ রান নিয়ে ম্যাচ কাছাকাছি নিয়ে আসে ঢাকা মেট্রো। একই ওভারে দুইটি উইকেট, নো বল, ছক্কা, ওয়াইড বলে চার, রাজশাহীর অধিনায়কসহ খেলোয়াড়দের সাথে আম্পায়ারের তর্ক-বিতর্ক দেখা যায়।
জয়ের জন্য শেষ ওভারে ঢাকা মেট্রোর দরকার ছিল ১০ রান। বোলিংয়ে আসেন নাহিদ রানা। প্রথম তিন বলেই চার রবিন হাঁকান। জিতে যায় ঢাকা মেট্রো। রবিন করেন ১২ বলে ৩০ রান। হাঁকান চারটি চার ও একটি ছক্কা। তিন বল হাতে রেখেই সাত উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে ঢাকা মেট্রো।
No comments