আগেও এমন কান্ড ঘটিয়ে হয়েছেন নিষিদ্ধ, এবার পিএসএলে ফের সন্দেহের তালিকায় সাকিব
সাকিব আল হাসানের ব্যাক্তিত্ব নিয়ে আগে সন্দেহ ছিল লাহোর কালান্দার্সের মালিকের! তবে সাকিবের সাথে দেখা হয়ে তার সব সন্দেহ দূর হয়ে গিয়েছে।
দূর থেকে আপনাকে দেখেছি। মনে হতো অনেক রাগী৷ আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি আপনার খুব তাড়াতাড়ি রাগ এসে পড়ে। আমি আপনাকে বলি,
আপনি যেমন ভালো খেলোয়াড় তেমন ভালো মনের মানুষ৷ আপনি বুঝতেই দেননি যে এত বড় খেলোয়ার আমাদের দলে আছে।
আগের ম্যাচে আউট হয়ে সে যেভাবে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙ্গতে গিয়েছিল ভেবেছিলাম সে আসলেই একটু বদমেজাজি।পরবর্তীতে শুনেছি আগেও নাকি সে এমন কান্ড ঘটিয়েছে।
দেশের ক্রিকেটে এর আগে কয়েকবার এমন কান্ড ঘটিয়ে করেক ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন সাকিব।
No comments