বাংলাদেশি বলেই আইপিএলে অবহেলার শিকার মুস্তাফিজ, প্রকাশ্যে জানিয়ে দিলেন ডু প্লেসিস

 



এবার ভারতীয়রা বুঝবে তো ফিজকে কেন দরকার? পাঞ্জাবের বিপক্ষে সেরা বোলার মুস্তাফিজ।



৬ কোটি রূপিতে দিল্লি মোস্তাফিজকে আইপিএলের শেষ অংশের জন্য দলে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। 


মুস্তাফিজের দুর্দান্ত বোলিং প্রশংসায় পঞ্চমুখ হয়ে যা বললেন দিল্লি ক্যাপ্টেন 🗣️ ফাফ ডু প্লেসিস


মুস্তাফিজ বাংলাদেশের সর্বকালের সেরা বোলার। তার বোলিং বরাবরই ভালো। মুস্তাফিজকে যদি টুর্নামেন্টের শুরু থেকেই দলে রাখতে পারতাম তবে আজ আমরা প্লে অফ নিশ্চিত করতে পারতাম। আসলে আইপিএল শুরুর আগেই মুস্তাফিজকে না কিনে চরম ভুল করেছি আমরা! পরের বছর মুস্তাফিজ ভালো দলই পাবে।তবে বাংলাদেশি বলেই আইপিএলে অবহেলার শিকার মুস্তাফিজ।


বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মোস্তাফিজকে দলে নেওয়ায় ক্ষেপেছেন সমর্থকরা। শুধু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে থামেননি সমর্থকরা। 'বয়কট দিল্লি ক্যাপিটালস' টুইট এক্সে ট্রেন্ডিংয়ে নিয়ে গেছেন তারা।এবার বল হাতে যেন সেই কটাক্ষের দাতভাঙ্গা জবাব দিলেন মুস্তাফিজ।

No comments

Powered by Blogger.