সাকিব-রিশাদ-মিরাজ: ফাইনালে কার কেমন রেকর্ড?দেখেনিন একনজরে

 


পিএসএল ফাইনালে লাহোর কালান্দার্সের স্কোয়াডে বাংলাদেশের তিন তারকা, অতীত রেকর্ডে এগিয়ে সাকিব, চমক রিশাদ



পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লাহোর কালান্দার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার— সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।


বড় ম্যাচ মানেই আলাদা চাপ, ভিন্ন পরিবেশ। আর এমন মঞ্চে পারফরম্যান্সই বোঝায় কার ঘাড়ে কতটা চাপ সামাল দেওয়ার ক্ষমতা আছে। চলুন দেখা যাক, টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালের মঞ্চে এই তিন বাংলাদেশের ক্রিকেটারের পরিসংখ্যান কী বলছে।



বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান এর আগে খেলেছেন মোট ১৫টি টি-টোয়েন্টি ফাইনাল। ব্যাট হাতে তার সংগ্রহ ২১৯ রান, যার সর্বোচ্চ ইনিংস ৪১ রান। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট, পাশাপাশি ফিল্ডিংয়ে ধরেছেন ৩টি ক্যাচ।



তার দল জিতেছে ৭টি ফাইনাল। অভিজ্ঞতার দিক থেকে, এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা বিচারে ফাইনালের মঞ্চে নির্ভরযোগ্য এক নাম সাকিব।



অন্যদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে খেলেছেন ৪টি ম্যাচ। এই চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫১ রান, বল হাতে নিয়েছেন ১টি উইকেট, আর ফিল্ডিংয়ে অবদান রেখেছেন ২টি ক্যাচ নিয়ে। তবে মিরাজের দলের জয় এসেছে মাত্র একবার।



সবচেয়ে তরুণ ও আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূল নতুন মুখ রিশাদ হোসেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণ করে চলেছেন। তিনি এখন পর্যন্ত খেলেছেন ২টি টি-টোয়েন্টি ফাইনাল। একটি ম্যাচে অপরাজিত ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন, অন্যদিকে নিয়েছেন ২টি উইকেট।



সবচেয়ে দারুণ তথ্য হচ্ছে, তার খেলানো উভয় ফাইনালেই জয়ী হয়েছে তার দল। অভিষেক পর্যায়েই ফাইনালে জয় এনে দেওয়া পারফরম্যান্স 

নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

No comments

Powered by Blogger.