বিসিবিকে কঠিন শর্ত দিলেন নতুন বোলিং কোচ শন টেইট না হলে চাকারি ছাড়বেন এই তারকা
বিসিবিকে শর্ত দিয়েছেন নতুন বোলিং কোচ শন টেইট, যদি চিটাগং কিংস থেকে পাওয়া টাকা নিয়ে দেওয়া হয় তাহলেই হবেন জাতীয় দলের বোলিং কোচ ⚠️❗
জাতীয় দলের সদ্য নিয়োগপ্রাপ্ত বোলিং কোচ ছিলেন গত বিপিএলের চিটাগং কিংসের প্রধান কোচ। কিন্তু এখনো পারিশ্রমিক সম্পূর্ণ পাননি তিনি। এখনো ৩৫০০ হাজারের বেশি ডলার বাকি আছে তার।
বিসিবির সঙ্গে বোলিং কোচ হিসেবে চুক্তি করার সময় শন টেইটকে বলা হয় হয়েছে চিটাগং কিংস থেকে টাকা তুলে তাকে দেওয়া হবে।
No comments