পাকিস্তান সিরিজের আগে ২৫৪ রান করে নির্বাচকদের বিবেচনার এলেন হার্ডহিটার সাব্বির
২০২০ সাল থেকে ক্লাবটি ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছে। এবারও তারা একই লিগে অংশ নিয়েছে। দলের হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাব্বির রহমান।
প্রথম ম্যাচে ব্যাটি আগুন ঝড়ালেন সাব্বির রহমান। লন্ডনের এনসিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে মাত্র ৬৮ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সাব্বির রহমান! তার ইনিংস সাজানো ছিল ১৪ টা চার ও ২টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৫০।
পরের ম্যাচে করেন ১৫২ রান।দুই মচে করেন মোট ২৫৪ রান।
ভয়ংকর ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ হন সাব্বির। সাব্বির জানান জাতীয় দলে জার্সিতে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেয়াহ।ভক্তরা চাচ্ছেন জাতীয় দলের স্কোয়াডে তাকে সুযোগ দেওয়া হোক।বিসিবি বিবেচনায় আনে কিনা সাব্বিরকে সেটা সময় হলেই বোঝা যাবে।
No comments