হার হার আর হার এবার নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারলো বাংলাদেশ

 


বাংলাদেশের বিরুদ্ধে চার দিনের ম্যাচের সিরিজ জিতল নিউজিল্যান্ড 'এ' দল। মিরপুর শের-ই-বাংলায় সিরিজের হার এড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলতে নামে নুরুল হাসান সোহানের দল। সমীকরণ ছিল এমন, জিততেই হবে নাহলে সিরিজ পরাজয়।


ড্র'তে শেষ বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। ফলে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড। সিলেটে প্রথম বেসরকারি টেস্টে দারুণ এক জয় পেয়েছিল কিউইরা, ফলে মিরপুর টেস্ট ড্র হলেও ১-০'তে এগিয়ে থাকায় ট্রফি তাদেরই।


নিউজিল্যান্ডে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটির প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৫৭ রান করেছিল। এরপর ব্যাটিংয়ে নেমে ৩৭৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। কিউইদের লিড দাঁড়ায় ২২ রানের।


পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর তখন ৮৭/২। শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকল ম্যাচটি। ফলাফল অনুমান করতে পারায় ম্যান্ডেটরি সময়ের আগেই তাই ম্যাচটিকে ড্র ঘোষণা করা হয়।


এর আগে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। 

No comments

Powered by Blogger.