PSL-এ মাত্র ৬ ম্যাচ খেলেই আইপিএলের ১৮ কোটির রশিদ খানকে টপকে ইতিহাস রিশাদের

 


ভিন্ন দুই দেশের লিগে দুই লেগ স্পিনারের পারফরম্যান্স; কে বেশি নজড় কেড়েছে? রশিদ খান খেলছেন আইপিএলে গুজরাটের হয়ে।১৮ কোটি রুপি দিয়ে তাকে রিটেইন করেছিল গুজরাট। এদিকে রিশাদ খেলছেন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে।



রশিদ খান আইপিএলে এখনো পর্যন্ত ১৩ ইনিংস খেলে নিয়েছেন ৮ উইকেট। সেখানে পিএসএলে রিশাদ মাত্র ৬ ইনিংস খেলেই নিয়েছেন ১২ উইকেট।রশিদ খানের ইকোনমি ৯.৩৮ এবং রিশাদের ৯.১০।


সেরা ফিগার রিশাদের ৩ উইকেট নিয়ে ৩১ রান আর রশিদ খানের ২ উইকেট নিয়ে ২৫ রান। অর্থাৎ সব দিক থেকেই রশিদ খানের থেকে এগিয়ে রছেন রিশাদ হোসেন।

No comments

Powered by Blogger.