টানা ২ ম্যাচ ব্যর্থ সাকিবকে ফাইনাল ম্যাচের একাদশে রাখা হবে কিনা সাফ জানিয়ে দিলেন আফ্রিদি



ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো রিশাদ-সাকিবদের লাহোর কালান্দার্স।একাদশে ফিরেই বাজিমাত করলেন রিশাদ হোসেন ! তিন উইকেট নিয়ে লাহোর কালান্দার্স কে তুললেন পিএসএলের ফাইনালে।


ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়ে শাহিন আফ্রিদি বলেন, রিশাদ একজন দারুণ বোলার। ম্যাচের মোর ঘুরিয়ে দিছে সে।সে আজ বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। দেশে ফিরে যাওয়ার আগেও সে দলকে অনেকটা এগিয়ে রেখে গিয়েছিল।সব মিলিয়ে আজ আমরা ফাইনালে। 


এছাড়াও আমাদের ব্যাটাররাও আজ ভালো করেছে। সব মিলিয়ে এটা দারুণ একটা দিন ছিল। তবে সাকিব তার নিজের সেরাটা দিতে পারেননি। ফাইনাল ম্যাচের একাদশে যে সাকিবকে রাখা না সেটা এক প্রকার নিশ্চিত।




আগের ম্যাচেও ব্যাট হাতে করেছিলেন শূন্য রান। আজও ২ বলে ০ শূন্য রানে আউট সাকিব। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও ডাক মেরেছেন (২ বলে ০) সাকিব আল হাসান। এ নিয়ে চলতি মৌসুমে দুইবার ব্যাট করার সুযোগ পেয়ে দুইবারই ডাক মারলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।  

No comments

Powered by Blogger.