আফ্রিদি নয়, ৩ ম্যাচ ধরে মাঠে পেছন থেকে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাকিব





ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে ওঠার পর সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন 🗣️ শাহীন আফ্রিদি


দীর্ঘদিন পর মাঠে ফিরে সাকিব হয়তো ব্যাটে-বলে ঝলক দেখাতে পারেননি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, সাকিব আমাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে সবগুলো ম্যাচেই আমরা জয়লাভ করেছি। এবং ফাইনাল ম্যাচেও তার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই।


সাকিব দলের সাথে থাকা মানেই লাকি বোনাস!এমনকি শাহিন আফ্রিদি অধিনায়ক হলেও মাঠে ফিল্ডিং সাজাতে দেখা যায় সাকিবকে।এবং বিভিন্ন পরামর্শও দিয়েছেন তিনি।


সাকিবের অনুপ্রেরণা ও একাদশে থাকা বাকি খেলোয়াড়দের বাড়তি উৎসাহ এনে দিয়েছে। সত্যি বলতে সাকিবের ছোঁয়ায় পূরো দলের ভাবমূর্তি চাঙ্গা থাকে এবং দলের বাকি খেলোয়াড়রা ভালো খেলে। তাইতো সেমিফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠতে পেরেছি!

No comments

Powered by Blogger.