বল হাতে নজর কেড়ে দলকে ফাইনালে তুলে বড় পুরষ্কার পেতে যাচ্ছেন রিশাদ হোসেন






রিশাদ হোসাইনের বোলিং প্রশংসায় পঞ্চমুখ হয়ে যা বললেন লাহোর ক্যাপ্টেন 🗣️ শাহীন আফ্রিদি


রিশাদ একজন তরুণ প্রতিভাবান অলরাউন্ডার। সে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো পারে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক যত্ন নিলে, রিশাদ একদিন বাংলাদেশের বড় একজন সুপারস্টার হবেন। রিশাদের মতো ক্রিকেটার পাওয়া ভাগ্য লাগে। চ্যাম্পিয়ন হলে তাদের জন্য বড় পুরষ্কার ঘোষণা করে হবে। 

No comments

Powered by Blogger.