হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, একে অপরের সাথে হাত মেলালেননা ২ অধিনায়ক
এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। মহারণে টস ভাগ্য এসেছে পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতে চাইতেন। আর্দ্রতা থাকায় দ্বিতীয় ইনিংসে শিশিরের ভূমিকা প্রত্যাশা করছেন বলে জানান তিনি।
এই ম্যাচে দুই দলের একাদশই অপরিবর্তিত রয়েছে।
একনজরে দুই দলের একাদশ
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
পাকিস্তান : শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, আঘা সালমান (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ভারত : অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, স্যাঞ্জু স্যামসন, শিভম ডুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
বিস্তারিত: https://bn.bdcrictime.com/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-
No comments