জাকের আলির ব্যাটিংয়ে বড় ভুল ধরিয়ে দিলেন পাকিস্তানের উমর গুল, যা পারেনি সালাউদ্দিন সিমন্সরান



জাকের আলির ব্যাটিংয়ে ভুল ধরে পরামর্শ দিলেন পাকিস্তানের উমর গুল:-মনে হয়, জাকের পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যাটিং করেছে একইভাবে। কিন্তু আমার মনে হয়েছে, জাকেরের সব শক্তি ব্যাক লেগে বা ব্যাক ফুটে। তাকে পেছনের বল দিলে বা লেংথ বল করলে, সে মেরে খেলতে পারে। কিন্তু সামনে বল করলে সে কাউকেই মারতে পারে না। সে ব্যাক ফুটের বলের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে। ভালো হবে যদি সে বিষয়টিতে নজর দেয়। 

No comments

Powered by Blogger.