এবার সব সীমা অতিক্রম করলো ভক্তরা! ক্রিকেটারদের জন্য বিমানবন্দরে ডিম ছোড়ার কর্মসূচি ঘোষণা
এশিয়া কাপে পরপর ব্যর্থতার পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের কিছু ভক্ত এমন এক অদ্ভুত ও নিন্দনীয় সিদ্ধান্ত নিয়েছেন যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সূত্রে জানা গেছে, কয়েকজন ক্ষুব্ধ ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি “বিমানবন্দরে ক্রিকেটারদের উদ্দেশ্যে ডিম ছোড়ার কর্মসূচি” ঘোষণা দিয়েছেন। এমনকি এ উপলক্ষে একটি ফেসবুক ইভেন্ট খুলেও ফেলেছেন তারা।
এই ঘটনাটি জানাজানি হতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সচেতন ক্রীড়াপ্রেমীরা বলছেন — এটি শুধু অপমানজনক নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে। খেলোয়াড়রা মাঠে জয়ের জন্য চেষ্টা করেন, কিন্তু সব সময় সফল হওয়া সম্ভব নয়। ব্যর্থতার দায় নিয়ে তাদের অপমান করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এমন নেতিবাচক আচরণে তরুণ খেলোয়াড়দের মনোবল ভেঙে যেতে পারে। বরং সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। হার-জিত খেলারই অংশ — আর ব্যর্থতা থেকেই আসে পরের সাফল্য।
ভক্তদের উচিত হতাশা প্রকাশ করা ভদ্রভাবে। সমালোচনা হোক গঠনমূলক, অপমান নয়। কারণ যারা আজ ব্যর্থ, তারাই কাল দেশের গর্ব হতে পারে — যদি আমরা তাদের মনোবল ভাঙি না।
No comments