এশিয়ার সর্বকালের সেরা একাদশ ঘোষণা! জায়গা পেলেন বাংলাদেশের ১ তারকা ক্রিকেটার

 



সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট ফাইনালের আগে এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।


যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছে শুধুমাত্র সাকিব আল হাসান। শহিদ আফ্রিদির সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিবকে রেখেছেন ক্রিকইনফোর বিশেষজ্ঞরা।


এছাড়া সবমিলিয়ে ভারত থেকে সর্বোচ্চ চারজন আছেন এই একাদশে। শ্রীলঙ্কা থেকে আছেন তিনজন। পাকিস্তানি ক্রিকেটার জায়গা পেয়েছেন দুইজন। আর বাংলাদেশের মতোই আফগানিস্তান থেকেও আছেন শুধু একজন। 


ইনিংস সূচনার দায়িত্বে শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনে। ব্যাটিং অর্ডারের পরের তিনটি জায়গায় ভারতের তিন তারকা বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। দলের অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকাও পালন করবেন ধোনি।


ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রাখা হয়েছে সাকিবকে। তার পরে নামবেন আফ্রিদি। আট নম্বরে থাকছেন রশিদ। এরপর পেস বিভাগের তিনজন হলেন উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। এছাড়া দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন সাঈদ আজমল।


ইএসপিএন ক্রিকইনফোর এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ


সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।


দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল

No comments

Powered by Blogger.