ছাগল দিয়ে হাল চাষ হয় না.! জাকেরদের চরম অ’প’মা’ন করে কঠিন ১টি শা’স্তি দিলো তামিম ইকবাল

 


এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একদম সহজ ম্যাচ হারার পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেমন হতাশ, ঠিক তেমনি ক্ষোভ চেপে রাখতে পারেননি সাবেক অধিনায়ক তামিম ইকবাল।


বাংলাদেশ দলের এমন ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। আর সেই মুহূর্তে এক সাক্ষাৎকারে তামিম বলেন—


“ছাগল দিয়ে হাল চাষ হয় না! মাঠে অভিজ্ঞতার প্রয়োজন আছে। শুধু নামেই খেলোয়াড় হলে হবে না, পারফরম্যান্স দিয়েই জায়গা ধরে রাখতে হয়। ক্রিকেট মস্তিষ্ক না থাকলে বড় ম্যাচ জেতা অসম্ভব।”


তামিমের এই বক্তব্য প্রকাশের পরই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন, তিনি একদম সত্য কথা বলেছেন— কারণ পাকিস্তানের বিপক্ষে জেতার মতো সুযোগ থাকা সত্ত্বেও নিজেদের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। আবার কেউ কেউ মনে করছেন, তামিমের এমন কথা বলা ঠিক হয়নি দলের কঠিন সময়ের মধ্যে।


তবে একটা বিষয় পরিষ্কার— এই হার আবারও মনে করিয়ে দিলো, অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া বড় টুর্নামেন্টে জেতা এখনো দূরের স্বপ্ন বাংলাদেশের জন্য।



No comments

Powered by Blogger.