বুলবুল ক্রিয়া উপদেষ্টা সহ তামিম ইকবালের বাসায় চলছে রুদ্ধশ্বাস মিটিং, যা নিয়ে হচ্ছে আলোচনা
ব্রেকিং নিউজঃ তামিম ইকবালের বাসায় চলছে মিটিং !সমঝোতায় সিদ্ধান্ত আসতে পারে, আমিনুল ইসলাম বুলবুল সভাপতি ও তামিম ইকবাল সহ-সভাপতি । যদিও এখন পর্যন্ত তামিম ইকবাল মেনে নেননি এই প্রস্তাব।
বিএনপি–পন্থি তামিম ইকবালের প্যানেল আর সরকার–পন্থি আমিনুল ইসলাম বুলবুলের প্যানেল এক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে! নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, তামিম ইকবালকে সমঝোতা প্রস্তাবে রাজি করানোর চেষ্টা চলছে তামিমের বাসায়।
👉 প্রস্তাব অনুযায়ী –
✅ সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল
✅ সহ–সভাপতি: তামিম ইকবাল
✅ অপর সহ–সভাপতি: নাজমুল আবেদিন ফাহিম / ফারুক আহমেদ
তবে এখনো পর্যন্ত সমঝোতা নিয়ে তামিম রাজি হননি। তামিমের স্পষ্ট বক্তব্য –“আমি একটা মিশন আর ভিশন নিয়ে মাঠে নেমেছি। শেষ পর্যন্ত দেখতে চাই আমি।”
প্রস্তাব টি কেমন লাগলো, মতামত জানান কমেন্টে ⤵️
তথ্যসূত্রঃ- জাগো নিউজ ২৪
No comments