চুইংগাম চিবিয়ে এনার্জি শেষ! ৬৬ বল খেলে ০ ছক্কা! হাতুড়ি দিয়ে প্রাক্টিস করেও এই ফল, জাকেরকে নিয়ে চরম ক্ষোভ



বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা থামছেই না। এবার তীর ধেয়ে এসেছে তথাকথিত ‘ফিনিশার’ জাকের আলী অনিকের দিকে। এশিয়া কাপে তার ব্যাট থেকে এসেছে রান, তবে নেই সেই কাঙ্ক্ষিত পাওয়ার হিটিং।


📊 পরিসংখ্যান বলছে—

👉 ৬৬ বল খেলেছেন জাকের আলী

👉 একটিও ছক্কা নেই ইনিংসে

👉 সীমিত কয়েকটি চার ছাড়া বাকি শটগুলোতে ছিল কেবল সিঙ্গেল আর ডাবল।


এমন সময়ে, যখন দলের প্রয়োজন ছিল শেষ দিকে বড় শট, তখন জাকের আলী বারবার ব্যর্থ হয়েছেন। অথচ তাঁকে ঘিরে বিসিবি গড়েছিল বিশেষ পাওয়ার হিটিং পরিকল্পনা। এমনকি প্র্যাকটিসে দেখা গেছে হাতে হাতুড়ি বেঁধে বিশেষ ব্যায়াম করছেন, যাতে ছক্কা মারার শক্তি বাড়ে।


কিন্তু বাস্তবে মাঠে তার ছক্কা যেন উধাও। ফলে ভক্তদের হতাশা চরমে। অনেকেই প্রশ্ন তুলেছেন—

“এই যদি হয় পাওয়ার হিটারের পারফরম্যান্স, তবে ফিনিশার হিসেবে দলে জায়গা পাচ্ছেন কীভাবে?”

No comments

Powered by Blogger.