ধান ক্ষেতে খেলে ওরা কি শিখবে! কাটা ঘায়ে নুনুরে ছিটা দিয়ে বাংলাদেশকে চরম অপমান পাকিস্তানি কোচের



এবারের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের খেলাটা আর হলো না। পাকিস্তানের কাছে ১১ রানের পরাজয়ের ফলে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। 


ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৩৫ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। শুরুতে পাক ব্যাটারদের চেপে ধরেন টাইগার বোলাররা। ৪৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় পাকিস্তান। তবে শেষ দিকে দারুণভাবে কামব্যাক করে পাকিস্তান, সাথে বাংলাদেশের ফিল্ডারদের মাখন গলানো হাত থেকে পড়েছে বেশ কিছু ক্যাচও। তবুও ১৩৫ রানের বেশি যেতে পারেনি পাকিস্তান।  


সহজ লক্ষ্যটাও তাড়া করতে পারল না বাংলাদেশ! অতি আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে একের পর এক উইকেটের পতনে ১২৪ রান করেই থেমেছে বাংলাদেশের ইনিংস। ১১ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে নিয়েছে বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান।   এশিয়া কাপের আগে বাংলাদেশ সফরে এসে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ ঝেরেছিলেন পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন। এবার দুবাইয়েও কিছুটা স্লো উইকেট পেয়েছে পাকিস্তান। এবার কী বলবেন হেসন?    


দুবাইয়ের সাথে মিরপুরের উইকেটে অবশ্য তফাত দেখছেন হেসন। তার মতে, ‘(দুবাই-মিরপুরে) স্কোর একই হয়ত। তবে ভিন্ন ব্যাপার হচ্ছে মিরপুরে কিছু বল উপরে চলে যায়, কিছু বল নিচ দিয়ে যায়। পেইসেও তফাত আছে। এখানে চ্যালেঞ্জ ছিল। আমরা জানতাম পিচ এমনটা করবে। পিচ স্লো ছিল। মাঝের ওভারে আরও স্লো হয়েছে। এমন পিচে দারুণ ফিফটি হাঁকাতে পারবেন না। সব বল ব্যাটের মাঝে লাগবে না। ফলে ফাইট করে যেতে হবে। বোলিংয়েও একই কথা বলব। শাহীন (শাহ আফ্রিদি) যেভাবে দারুণ শুরু এনে দিল, যার পুরস্কারও পেয়েছে। এমন পিচে সবাই কিছুটা কাছাকাছি আসে। সবাই কিছুটা হলেও সাহায্য পায়। ভালো ক্রিকেট খেলা হয়। আজ পিচে এখানে চ্যালেঞ্জ ছিল।’


২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।

No comments

Powered by Blogger.