ক্রিকেটপাড়ায় ব’জ্রা’ঘা’ত! পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে অভিমানে অবসরের ঘোষণা দিলেন মুস্তাফিজ
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একদম বাজেভাবে ব্যাটিং করে হারের পর এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি গুঞ্জন। শোনা যাচ্ছে, বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
👉 দলের ব্যাটিং ভরাডুবির পরও চাপ এসে পড়ছে বোলারদের ওপর, আর সেটিই নাকি পছন্দ হয়নি মুস্তাফিজের। ড্রেসিংরুমেই নাকি সতীর্থদের উদ্দেশে বলেছেন—
এমনটা কখনই মেনে নেওয়ার মত না আমরা বোলাররা এত ভালোর করার পরেও এমন হার এটা একদম সহ্যের বাইরে। দেশের কোটি কোটি মানুষের আবেগ আমরা নষ্ট করছি এর থেকে ভালো ক্রিকেট থেকে দূরে থাকা।
যদিও এখনো বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শ্রীলঙ্কান মিডিয়া ও কয়েকটি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে লিখতে শুরু করেছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন—
“আমরা এমন কোন বিষয় এখরো জানিনা।”
🇧🇩 বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা এই খবরে হতবাক! দেশের অন্যতম সেরা বোলারকে হারানোর মতো ঝুঁকি নিতে চায় না কেউ।
এখন প্রশ্ন হচ্ছে—
👉 এটা কি শুধু গুঞ্জন, নাকি সত্যিই অবসরের পথে হাঁটছেন মুস্তাফিজ?
No comments