৬টি ছক্কা, ১০টি চার ৯৪ রান! তাওহীদ হৃদয়কে সরিয়ে জাতীয় দলে এই নতুন হার্ডহিটার
৬টি ছক্কা, ১০টি চার - মাত্র ৪৫ বলে ৯৪ রান 💥 ২০৮ স্ট্রাইকরেটের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা হাবিবুর রহমান সোহান ✨🌟
এনসিএল টিটোয়েন্টিতে আজকে খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে এই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সিরাজগঞ্জের হাবিবুর রহমান সোহান ! ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ২০০০০ টাকা।
তবে দিনশেষে আ*ফসোস একটাই, সেঞ্চুরির এতো কাছে গিয়েও পাওয়া হলো না বহুল আরাধ্য সেঞ্চুরি
No comments