অশ্বিন ভাই, আমরা ছোট দল হলেও মাঠে আপনাদের মত চু’রি করি না, লজ্জা হওয়া উচিৎ আপনাদের



দু-দিন আগে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন; দুর্বল বাংলাদেশের সঙ্গে খেললে, ক্রিকেটের সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়। আজ তার কথার দাঁতভাঙা জবাব দিলেন, জাকের আলি অনিক।

বাংলাদেশী উইকেটরক্ষকের মতে, মাঠে চুরি করেই বড় দল হয়েছে ভারত। অশ্বিনকে লজ্জাবোধ রাখার পরামর্শও দিলেন জাকের। দর্শক, আপনি কি জাকেরের সঙ্গে একমত?

No comments

Powered by Blogger.