ম্যাচের আগেই চমক !! বাংলাদেশ না শ্রীলঙ্কা—এশিয়া কাপের ৫ম ম্যাচে জয়ী কে জানালো জ্যে’তি’ষি টিয়া
এশিয়া কাপ ২০২৫–এর পঞ্চম ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর এর আগেই আলোচনায় এসেছে এক ভিন্নধর্মী ঘটনা। মাঠের লড়াই শুরুর আগে ভবিষ্যদ্বাণী করেছে এক জ্যোতিষী টিয়া!
ঘটনাটি ঘটে ঢাকার বাইরে এক জনপ্রিয় বিনোদনকেন্দ্রে। টিয়াপাখিকে সামনে রাখা হলো দুটি কার্ড—একটিতে লেখা বাংলাদেশ, অন্যটিতে শ্রীলঙ্কা। আশেপাশে উপস্থিত দর্শক ও ভক্তদের সামনে টিয়া কিছুক্ষণ উড়ে এসে থামল বাংলাদেশের কার্ডের উপরেই। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে শুরু হয়ে যায় উল্লাসধ্বনি।
এই ভবিষ্যদ্বাণী ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি কৌতূহল। অনেকে বলছেন, “টিয়ার ভবিষ্যদ্বাণী হয়তো বাংলাদেশকে নতুন অনুপ্রেরণা দেবে।” তবে কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, “টিয়ার ওপর নির্ভর করলে হবে না, মাঠেই প্রমাণ করতে হবে।”
মজার বিষয় হলো, এর আগে কয়েকটি বড় টুর্নামেন্টে প্রাণীর ভবিষ্যদ্বাণী আলোচনায় এসেছে। ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পল যেমন সাড়া ফেলেছিল, এবার এশিয়া কাপে আলোচনায় বাংলাদেশি টিয়া।
যদিও ম্যাচের ফল নির্ধারণ হবে মাঠের পারফরম্যান্সে, তবুও এই ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে ম্যাচের রোমাঞ্চ। বাংলাদেশ দল ইতিমধ্যেই আত্মবিশ্বাসী প্রস্তুতি নিয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কাও সমানভাবে লড়াইয়ের জন্য তৈরি।
দেখা যাক, টিয়ার ভবিষ্যদ্বাণী কতটা মিলে যায় মাঠের খেলায়। সত্যিই কি বাংলাদেশ জিতে যাবে, নাকি শ্রীলঙ্কা টিয়ার ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করবে? সময়ই দেবে এর উত্তর।
No comments