বাদ লিটন, একাদশে একগাদা পরিবর্তন নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের নেতৃত্বে আছেন জাকের আলী অনিক, খেলছেন না লিটন দাস।
আগের ম্যাচের একাদশ থেকে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খেলছেন না শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস এবং শরিফুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং পারভেজ হোসেন ইমন। অন্যদিকে ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আগের ম্যাচে খেলা ক্রিকেটাররাই।
লিটন চোটে পড়ায় তাকে ঘিরে শঙ্কা ছিল আগে থেকেই। শেষমেশ ভারত ম্যাচে খেলাই হলো না তার। ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। ফাইনালের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই ম্যাচ।
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে সুপার ফোরের বাংলাদেশ-ভারত লড়াই।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারত : অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব।
No comments