ভারতের বিপক্ষে লিটন দাস খেলবেন কিনা? ম্যাচ শুরুর আগ মুহুর্তে যা জানা গেল
অনুশীলনের সময় লিটন চোট পেয়েছিলেন বাঁ পাজরে। সেই চোটের পর আর ব্যাটিং করেননি লিটন। মাঠেই তাকে সেবা দিয়েছেন ফিজিও বায়েজিদুল ইসলাম এবং বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পরে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন লিটন। মাঠ ছেড়েছেন দলের সাথে।
লিটনের চোটের কারণে ভারত ম্যাচে খেলা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। সর্বশেষ খবর হচ্ছে, দলীয় সূত্রে নিশ্চিত হয়েছে, ভারত ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না লিটনের। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। উইকেটকিপিংয়েও জাকেরকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। লিটনের বদলে একাদশে ঢোকার দৌড়ে রয়েছেন নুরুল হাসান সোহান এবং পারভেজ হোসেন ইমন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ভারত-বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচে জিতলে ফাইনালে চলে যাবে ভারত। বাংলাদেশ জিতলে ফাইনাল পুরোপুরি নিশ্চিত হবে না, প্রায় নিশ্চিত হয়ে যাবে। এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, পাকিস্তানকে হারায় ভারত।হানকে।
No comments