ব্রেকিং নিউজঃ- বাতিল তামিম ইকবালের কাউন্সিলরশিপ, বিসিবির সভাপতি হওয়ার স্বপ্ন শেষ তামিমের



 ব্রেকিং নিউজঃ- বাতিল হতে পারে তামিম ইকবালের কাউন্সিলরশিপ! বিসিবি নির্বাচনে অংশ নেওয়াও অনিশ্চিত

আজ বিসিবি নির্বাচনের কাউন্সিলর যাচাই-বাছাইয়ের শেষ দিন, আর সেখানেই প্রশ্ন উঠেছে তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে।

কারণ 👉 তামিম এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই নিয়ম অনুযায়ী তিনি খেলোয়াড় হিসেবেই আছেন। খেলোয়াড় থাকতে বোর্ডে আসার নজির নেই।


এমনকি বিসিবির গঠনতন্ত্রেও বলা আছে, কোনো একটিভ ক্রিকেটার বিসিবির কোনো উচ্চ পর্যায়ে বসতে পারবেন না।

তাছাড়া,গত ডিপিএলে প্রমোশন পাওয়া গুলশান ক্রিকেট ক্লাব কে অর্থায়ন করলেও কাগজে-কলমে তামিম ইকবাল সভাপতি/সম্পাদক নন, শুধু অর্থদাতা। ফলে এই পরিচয়েও কাউন্সিলরশিপ পাওয়া কঠিন হয়ে পড়ছে তামিমের জন্য


শেষ পর্যন্ত কি হয়, সেটাই এখন দেখার বিষয় !! তামিম ইকবাল কে বিসিবি তে চান কিনা জানাতে পারেন কমেন্টে ⤵️ 

তথ্যসূত্রঃ- জাগো নিউজ

No comments

Powered by Blogger.