অভিষেকের কাছে মা’র খাওয়ার পর মাথায় সমস্যা হয়েছে আফ্রিদির! প্রেস কনফারেন্সে এসে বলছেন ভুলভাল



"টাইগার কৌন (কে)? ও আচ্ছা বাংলাদেশ, সরি" - প্রেস কনফারেন্সে এভাবেই টাইগারদের নিয়ে ব্যঙ্গ করলেন শাহীন শাহ্ আফ্রিদি।

বিষয়টি নিয়ে অনেককে দেখলাম কমেন্টে শাহীনকে গা*লা'গা*লি করতে। কিন্তু ভাই, আসলে গা*লা*গা*ল করার মতো কি বলেছে? 🤔

একটু ভেবে দেখেন তো—টানা দুই সপ্তাহ অভিষেক শর্মার কাছে কড়া মা*র খাওয়ার পর ওর মাথায় আর কার নাম ঘুরবে? শয়নে-স্বপনে এখন ২৪ ঘন্টা শুধু অভিষেক শর্মার ছবিই ভাসছে শাহীন আফ্রিদির মাথায় 😁


তাই কে কি বললো - এসব নিয়ে ভাবার টাইম নাই। খেলা হবে মাঠে… 🙂

No comments

Powered by Blogger.