শ্রীলঙ্কার কাছে লজ্জার হারে জটিল হলো সুপার ফোরের সমীকরণ, হতাশায় মেজাজ হারালেন লিটন



এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৪০ রানের লক্ষ্য ১৪.৪ ওভারেই পেরিয়ে যায় লঙ্কানরা। এই হারে সুপার ফোরে খেলার পথ কঠিন করে তুললো লিটন দাসের দল। 


একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর উঠতে তাই নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। বাংলাদেশকে ৩২ বল হাতে রেখে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নেট রান রেট এখন ‍+২.৫৯৫। ‍+৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট –০.৬৫০।


বিস্তারিত আসছে...

No comments

Powered by Blogger.