চাপের মুখের পরেও, শামীম-জাকেরের অনবদ্য ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। শুরুর ব্যাটিং ধসের পর জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা জঘন্য হয়েছে বাংলাদেশের। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। প্রথম ২ ওভারে কোনো রান আসেনি, উইকেট পড়েছি ২টি।
দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক লিটন দাস এবং তাওহিদ হৃদয়। কিছুটা আশা দেখালেও জুটি ভেঙেছে হৃদয়ের হৃদয়বিদারক রান আউটে। ৯ বলে ৮ রান করা হৃদয় আউট হয়েছেন দলের ১১ রানের মাথাতে।
এরপর ক্রিজে আসেন শেখ মেহেদী হাসান। সুবিধা করতে পারেননি তিনি। ৭ বলে ৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস। দারুণ ছন্দেও ছিলেন তিনি। তবে তাকে ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন। ২৬ বলে ২৮ রান করে বিদায় নেন লিটন দাস।
লিটনের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী। দুজনের কৌশলী ব্যাটিংয়ে বোর্ডে কিছু রান তুলেছে বাংলাদেশ। দারুণ কিছু বাউন্ডারির পাশাপাশি সিঙ্গেলস ডাবলসও বের করেছেন জাকের-শামীম। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন দুজন। দলের ইনিংসকে যেন উদ্ধারও করলেন।
এদিন ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল শ্রীলঙ্কা। দারুণ ডিরেক্ট হিটের সাথে অনেক রানও বাঁচিয়েছেন লঙ্কান ফিল্ডাররা। শেষ দিকে লঙ্কান বোলাররাও ছিলেন দারুণ ছন্দে। তাদের সামলে রান তুলেছেন জাকের-শামীম। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৩৪ বলে ৪১ রান করে টিকে ছিলেন জাকের। অন্যদিকে শামীম অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪২ রান করে।
মাথিশা পাথিরানাকে দারুণ এক ছক্কা হাঁকান শামীম।
শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট শিকার করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১টি করে উইকেট তোলেন নুয়ান থুসারা এবং দুশমন্থ চামিরা।
No comments