১ পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কা বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ



এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচে মাঠে নামছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচের একাদশ থেকে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম।    


গত কয়েক বছরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার লড়াইয়ের উত্তাপ বেড়েছে অনেকটাই। ২০১৮ নিদাহাস ট্রফির সেই নাগিন ডান্স থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপের টাইমড আউট কাণ্ড – সবকিছুই উত্তাপ, উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই যেন এখন রাইভালরি।    


বাংলাদেশের জন্য এই ম্যাচে রয়েছে সুপার ফোরের সমীকরণও। লঙ্কানদের হারাতে পারলে সুপার ফোরের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ দল। হারলেও সুযোগ আছে তবে পথ কঠিনতর।     ১৩ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ‘বি’ গ্রুপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।    


একনজরে দুই দলের একাদশ :

শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।  


বাংলাদেশ :   পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।


No comments

Powered by Blogger.