অ'গ্নি ঝরানো ব্যাটিং করে ফের জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন সাব্বির রহমান
এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই রাজশাহীর হয়ে আগুন ঝরানো ব্যাটিং করলেন সাব্বির রহমান! 🔥
বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে মাত্র ৫ ওভারে। এই ছোট্ট ইনিংসেও নিজের পুরোনো ঝলক দেখিয়ে দিলেন সাব্বির।
➡️ বল : ১৫
➡️ রান : ৩৩ (অপরাজিত)*
➡️ চার : ১
➡️ ছক্কা : ৩
➡️ স্ট্রাইক রেট : ২২০.০ 🚀
ছোট্ট ইনিংস হলেও সাব্বির দেখিয়ে দিলেন, কেন তাকে এখনো “টি-টোয়েন্টি স্পেশালিস্ট” বলা হয়। তার ব্যাট থেকে আসা ছক্কার ঝড়ই প্রমাণ করলো— জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত তিনি।
শেষ দিকে সাব্বিরের মারকাটারি ব্যাটিংয়ে রাজশাহী ৫ ওভারে জমাট স্কোর দাঁড় করায় এবং ঢাকা মেট্রোর সামনে রাখে ৬১ রানের লক্ষ্য।
খেলা শেষে সংবাদ মাধ্যমে সাব্বির বলেন—
👉 “জাতীয় দলে ফেরাটা আমার লক্ষ্য। আমি জানি, ভালো খেললেই আবার সুযোগ আসবে। এই ইনিংসই বার্তা দিচ্ছে আমি প্রস্তুত।”
ভক্তরা মনে করছেন, দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকা সাব্বির এবার তার ফর্মে ফেরার ঘোষণা দিলেন। এবার কি তবে সাব্বিরের কামব্যাক দেখা যাবে? 🏏
No comments