পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে ফাইনালে যেতে অল্প রানের লক্ষ পেল বাংলাদেশ
এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে পাকিস্তান। ফাইনালে যেতে ১২০ বলে ১৩৬ রান প্রয়োজন বাংলাদেশের।
এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তবে আগে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে তারা। ইনিংসের শুরু থেকেই একের পর উইকেট নিয়ে তাদের চাপে ফেলে দেয় টাইগাররা।
প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দলীয় ৪ রানেই মারকুটে ওপেনার সাহিবজাদা ফারহানকে ফেরান এই পেসার। ৪ বলে ৪ রান করে ফেরেন তিনি। পরেই ওভারেই আঘাত হানেন শেখ মেহেদি। তার শিকার সাইম আইয়ুব। ৩ বল খেলে কোনো রান না করেই ফেরেন এই ব্যাটার।
এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলী আগা। এই জুটিতে পাওয়ার-প্লে শেষ করেন তারা। তবে সপ্তম ওভারে তৃতীয় আঘাত হানে বাংলাদেশ। নিজের প্রথম স্পেলে এসেই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তার শিকার অভিজ্ঞ ফখর। ২০ বলে ১৩ রান করে বিদায় নেন এই তারকা।
রিশাদ তার দ্বিতীয় স্পেলে এসে ফের উইকেট তুলে নেন। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা হুসেইন তালাত ক্যাচ তুলে দিয়ে ফেরে। প্যাভিলিয়নে ফেরার আগে ৭ বলে ৩ রান করেন এই ব্যাটার। এরপর ১১তম ওভারে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটে। এবার সালমান আলী আগাকে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন পাকিস্তান অধিনায়ক।
এর শাহিন আফ্রিদি এসে মারকুটে ভঙ্গিতে খেলতে শুরু করেন। তবে তিনি বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাসকিনের শিকার হয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১৯ রান করেন এই তারকা।
No comments