জাকেরের অধিনায়কত্বে মুগ্ধ হয়ে হৃদয় স্পর্শী মন্তব্য করলেন দীনেশ কার্তিক
'জাকের দারুণ ক্যাপ্টেন্সি করেছে। খুবই ভালো করেছে। সলিড ক্যাপ্টেন্সি। সবাইকে দারুণভাবে কাজে লাগিয়েছে। শাহীনের সময় অফ স্পিনার খেলানো যেত কিনা এটা নিয়ে তর্ক হতে পারে। তবে পেসারদের এনেছে এ কারণেই সে জানে শাহীন স্পিন ভালো খেলে। দারুণভাবে ম্যাচ আপ করেছে। সব মিলে ভেরি ফেয়ার জব এজ অ্যা ক্যাপ্টেন। এমনকি ভারতের ম্যাচেও দারুণ ক্যাপ্টেন্সি করেছে।'
- দীনেশ কার্তিক
No comments