পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ফি*ক্সিং করেছে তাওহীদ হৃদয়! স্পষ্ট প্রমানে বুলবুলের ইনিস্টান একশন



বাংলাদেশ কি ম্যাচ ফিক্সিং করেছে? মানে ৯৩ বলে ১১৩ রান দরকার ওভারে ৬-৭ রান, তখন তাওহৃদ্ হৃদয় যাচ্ছে শাহীন আফ্রিদিকে ছক্কা হাঁকাতে, মানে ওভারে ৬-৭ রান দরকার আপনি কেনো হাই রিস্ক শট খেলতে যাবেন ? খুব স্বাভাবিক ভাবেই সে উইকেট ছুড়ে এলো।


আবার নুরুল সোহান প্রথম বল থেকেই যাচ্ছে হ্যারিস রউফকে ছক্কা হাঁকাতে, মানে reason টা কি ? মাহেদী হাসান যাচ্ছে নওয়াজকে ছক্কা হাঁকাতে। মানে কেনো আপনি ছক্কা হাঁকাতে যাবেন যেখানে দরকার ওভারে ৬-৭ রান? স্পিনার বল করছে, মাঠ ফাঁকা সিঙ্গেল পুরো ওপেন রয়েছে, তারপরেও ছক্কা দরকার?


মানে সিম্পলি ছক্কা হাঁকানোর কম্পিটিশন চলছিলো?

একমাত্র শামীম সেই ইনিংসটা খেলেছে যেটা দরকার, কিন্তু তাকে এতটাই নিচে নামানো হচ্ছে, তার কিছু করারই নেই। সাইফ আর ইমন এর উইকেট নিয়েছে পাকিস্তান, বাকি হৃদয়, সোহান, মাহেদি, জাকের এরা উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে ছক্কা হাঁকাতে গিয়ে।


অবশ্যই জাকের আলি যেখানে ব্যাটিংয়ে এসেছে সেখানে ব্যাট চালাতেই হতো, কিন্তু বলের থেকে দূরে গিয়ে তিনি চাইছেন ছক্কা হাঁকাতে, সেটা কিভাবে সম্ভব? বলের থেকে যতো দূরে যাবে ব্যাটে বলে টাইমিং সেটা তো ততই খারাপ হবে, জাকের আলির এক্সিকিউশন খুব খারাপ।


কিন্তু এই সবকিছুর শুরু করে গেছে হৃদয়, দায়িত্ব না নিয়ে পিঠ দেখিয়ে পালিয়ে এসেছে, এই প্লেয়ার গুলোর লজ্জা লাগা উচিত, ওভারে ৬-৭ রান করা তাদের চাপ বলে মনে হয়েছে, পিঠ দেখিয়ে পালিয়েছে।

No comments

Powered by Blogger.