আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস, স্কোয়াডে ফিরলেন সৌম্য সরকার
বাংলাদেশ ক্রিকেট দলে বড় ধাক্কা! আগামী ২ অক্টোবর শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজে ইনজুরির কারণে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। সূত্র অনুযায়ী, সম্প্রতি অনুশীলনের সময় পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে উঠায় চিকিৎসকরা লিটনকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
🔹 নতুন অধিনায়ক কে হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞদের মধ্যে থেকে কেউ একজন—তাসকিন আহমেদ,অথবা নুরুল হাসান সোহান অধিনায়কের দায়িত্ব পেতে পারেন।
অন্যদিকে, লিটনের পরিবর্তে স্কোয়াডে ফিরছেন সৌম্য সরকার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে সৌম্য বলেন,
“দলের হয়ে পারফর্ম করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি চেষ্টা করবো নিজের সেরাটা দিতে।”
🏏 আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া কাপের ব্যর্থতার পর এই সিরিজেই পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে টাইগাররা।
ভক্তদের প্রত্যাশা—লিটনের অনুপস্থিতিতে সৌম্য সরকার ও অন্য সিনিয়ররা সামনে থেকে নেতৃত্ব দেবেন, এবং দলকে জয়ের ধারায় ফেরাবেন।
No comments