এমন হারে মাথা ঠিক নেই ভক্তদের! দুবাইয়ের রাস্তায় লাঠি নিয়ে লিটনকে ও হৃদয়কে তাড়া করলো জনগন
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ভক্তরাই হতাশ, কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন মিম আর ট্রল করে। এরই মধ্যে ফেসবুক ও এক্সে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে—দুবাইয়ের রাস্তায় এক ভক্ত লাঠি হাতে লিটন দাস ও তাওহীদ হৃদয়কে তাড়া করছেন!
ছবিটি দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন ঘটনাটি সত্যি। কিন্তু বাস্তবে এটি একটি এডিট করা মজার ছবি, যা একজন এডিটর ভাইয়া কৌতুকের ছলে তৈরি করেছেন। মূল ছবিতে অন্য একটি দৃশ্য ছিল, পরে সেটি সম্পাদনা করে ক্রিকেটারদের মুখ বসানো হয়।
তবে এই ছবিটি থেকেই বোঝা যাচ্ছে, ভক্তদের হতাশা কতটা গভীর। কারণ, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় জয়টা হাতছাড়া হয় একেবারে সহজ পরিস্থিতি থেকে। ফলে ভক্তদের ক্ষোভ প্রকাশ যেন হাস্যরসের মধ্যেও ধরা পড়ছে।
📸 অনেকেই ছবিটি শেয়ার করে লিখেছেন — “লাঠি না, এবার ব্যাট দিয়েই শোধ নিতে হবে!”
অন্যদিকে অনেকে আবার হেসে বলছেন, “এমন এডিটও একটা শিল্পকলা।”
👉 যদিও ছবিটি বাস্তব নয়, তবে এটি দেখেই বোঝা যাচ্ছে — বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের আবেগ কতটা প্রবল। জিতলে আনন্দে মাতেন, হারলে কষ্টটা যেন নিজের দলেরই পরাজয় হিসেবে নেন! ❤️🇧🇩
No comments