ম্যাচ হারের পেছনে জাকেরদের বড় ভুল ধরিয়ে দিয়ে সরাসরি বিশেষ ১টি বার্তা পাঠালেন মাশরাফি



এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের পর সমালোচনার ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেটে। এমন পরিস্থিতিতে দেশের অন্যতম সফল অধিনায়ক ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা মুখ খুললেন। তিনি সরাসরি বর্তমান দলের ক্রিকেটারদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন।


মাশরাফি জানিয়েছেন—“ক্রিকেটে হারা-জেতা স্বাভাবিক। তবে ভুল থেকে শিখতে না পারাই সবচেয়ে বড় ভুল। বিশেষ করে যারা ফিনিশিংয়ের দায়িত্বে থাকে, তাদের সাহসী হতে হবে। ভয় পেলে বা দায়িত্ব এড়িয়ে গেলে ম্যাচ হাত থেকে বের হয়ে যাবে।”


বিশ্লেষকদের মতে, মাশরাফির এই বার্তাটি মূলত তরুণ ক্রিকেটারদের জন্য। বিশেষ করে শেষ দিকে ব্যাট হাতে দায়িত্ব নিতে না পারা জাকের আলী ও অন্যান্যদের ভুলের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। কারণ পাকিস্তানের বিপক্ষে জয়ের মতো ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হয়েছে ফিনিশিং ব্যর্থতার কারণে।


ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফির বক্তব্যকে সমর্থন করছেন। অনেকেরই মত—বর্তমান দলকে সবচেয়ে বেশি প্রয়োজন দায়িত্বশীল ব্যাটসম্যান এবং জয়ের ক্ষুধা।


শেষদিকে মাশরাফি আরও যোগ করেছেন, “দলকে শুধু প্রতিভা দিয়ে নয়, দায়িত্ববোধ দিয়েও জেতাতে হয়। এখন সময় ভুল শুধরে আবার মাঠে নামার।”


No comments

Powered by Blogger.