চু’রি ছাড়া কখনও ম্যাচ জেতেনি ভারত! সাইফের ক্যাচ আউট নাকি ছয়, চলছে তুমুল বিতর্ক

 




ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল ভারত। তবে বাংলাদেশ আগে বোলিং করতে নেমে শক্তিশালী ভারতকে একশ সত্তোরের (১৬৮) আগেই আটকে রাখলে মনে হচ্ছিল কিছু একটা হলেও হতে পারে। তরুণ ওপেনার সাইফ হাসান দাপুটে একটা ইনিংস খেললেনও। কিন্তু সাইফকে সঙ্গ দিতে পারলেন না কেউই! হতাশার ব্যাপার সাইফের সঙ্গে এক পারভেজ হোসেন ইমন ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যে কেউ দুই অঙ্কের কোটা পেরুতেই পারলেন না! ফলাফল ভারতের বিপক্ষে বড় হার।


এদিকে, সাইফের আউট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সাইফ কি ক্যাচ আউট হয়েছেন নাকি ছয়?

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৬৮ রান তুলেছিল ভারত। পরে এক সাইফ হাসান ছাড়া বাকিদের ব্যর্থতার দিনে বাংলাদেশ গুটিয়ে গেছে ১২৭ রানে। ৫১ বলে ৬৯ রান করেছেন সাইফ।

No comments

Powered by Blogger.